১৯৭১ ভেতরে বাইরে বইয়ে ইতিহাস বিকৃতির দায় নিয়ে ক্ষমা চাইলেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার। শনিবার সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে একে জীবনের বড় ভুল বলে উল্লেখ করেছেন। এসময় তিনি অভিযোগ করেন, বইয়ে লেখা ভুল সংশোধনে বাধা দিয়েছেন লেখক মঈদুল হাসান, ডা. জাফরুল্লাহসহ কয়েকজন।

২০১৪ সালের আগস্টে মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক এ কে খন্দকারের ‘১৯৭১: ভেতরে বাইরে’ বইটি প্রকাশ হয়। বইটির ৩২ পৃষ্ঠায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের কথা উল্লেখ করে লেখা হয় বঙ্গবন্ধু ভাষণ শেষ করেছিলেন, ‘জয় বাংলা, জয় পাকিস্তান’ বলে। প্রকাশের পরপরই বইটির এ অংশসহ আরও কিছু বিষয় নিয়ে প্রতিবাদ হয়। এর প্রায় ৫ বছর পর স্ত্রীকে নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হলেন সেক্টর কমান্ডার এ কে খন্দকার। বইয়ের ঐ অংশকে অসত্য বললেন তিনি নিজেই।

শ্রবণ সমস্যার জন্য সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তর দেন এ কে খন্দকারের স্ত্রী। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কয়েকজন বিশিষ্ট ব্যক্তির বাধার মুখে ভুল স্বীকার করতেই সময় লাগলো ৫ বছর। এছাড়া, প্রথমার কর্ণধার মতিউর রহমান তখন সহযোগিতা করেননি বলেও অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে বইটি সংশোধন করতে প্রথমা প্রকাশনীর প্রতি আহ্বান জানান এ কে খন্দকার।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে