রমজান মাসের শেষ শুক্রবার পবিত্র জুমাতুল বিদার দিনে জুমার নামাজে মসজিদে-মসজিদে ছিলো মুসল্লিদের উপচেপড়া ভিড়।
দেশ ও মুসলিম ভ্রাতৃত্বের সমৃদ্ধি ও কল্যাণ কামনায় খুতবা ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে জুমার নামাজ আদায় করলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে নামাজ শুরুর অনেক আগে থেকেই আসতে শুরু করেন মুসল্লিরা। ভেতরে জায়গা না পেয়ে অনেককেই মসজিদের বাইরে নামাজ পড়তে হয়েছে। মূলত এই দিনটি মাহে রমজানের বিদায় বার্তা দেয়।
এই দিনকে রোজা শেষ হওয়ার সতর্কতা দিবস বলেও মনে করা হয়।
তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














