কুমিল্লা প্রতিনিধি।।  কুমিল্লার দেবীদ্বারে বাংলাদেশ ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করায় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে দেবীদ্বার উপজেলা প্রাঙ্গন থেকে আনন্দ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা হল রুমে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিকের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী এএফএম ফখরুল ইসলাম মুন্সী।

উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা পারিষদ চেয়ারম্যান আলহাজ্ব জয়নুল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাহিদা আক্তার, সহকারি পুলিশ সুপার আমির হোসেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল আনোয়ার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ছিদ্দিকুর রহমান ভূইয়া, সাংগঠনিক সম্পাদক একেএম সফিকুল আলম কামাল।

এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানীসহ আওয়ামীলীগ, মহিলা লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীগন।

সাইফ উদ্দিন রনি
কুমিল্লা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে