ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে পিবিআই’র দেয়া তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আস সামস জগলুল হোসেন এই আদেশ দেন। মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ১৭ জুন।
মাদ্রাসা ছাত্রী নুসরাতের জবানবন্দি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে গত ১৫ এপ্রিল ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ট্রাইব্যুনালের বিচারক অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইকে।দীর্ঘ এক মাসেরও বেশি সময় তদন্ত শেষে ওসি মোয়াজ্জেমকে অভিযুক্ত করে রোববার আদালতে প্রতিবেদন জমা দেয় পিবিআই। আদালত প্রতিবেদনটি গ্রহণ করে শুনানির জন্য সোমবার দিন ধার্য করে।সোমবার দুপুরে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আস সামস জগলুল হোসেনের আদালতে শুনানি শুরু হয়। এসময় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের লিখিত আবেদনের প্রেক্ষিতে সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেন বিচারক। মামলার পরবর্তী শুনানি হবে ১৭ জুন।
১৭ জুনের মধ্যে গ্রেফতারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেন আদালত।এর আগে, ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে দায়িত্ব অবহেলা ও নুসরাত হত্যার ঘটনা ভিন্ন খাতে নেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় সাময়িক বরখাস্ত করে পুলিশ সদর দপ্তর।
তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














