মিয়ানমারে ড্যাশ এইট উড়োজাহাজ বিকল হয়ে যাওয়ায় অভ্যন্তরীণ গন্তব্যে শিডিউল ঠিক রাখতে হিমশিম খাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরই মধ্যে বেশ কিছু ফ্লাইট বাতিল হয়েছে । তবে বিমান কর্তৃপক্ষ বলছে, শনিবার ভাড়ায় আনা বোয়িং সেভেন থ্রি সেভেন উড়োজাহাজ বহরে যোগ হলে আপাতত বিপর্যয় কাটবে।

অভ্যন্তরীণ সাত ও আঞ্চলিক কয়েকটি রুটে ফ্লাইট পরিচালনার জন্য বিমানের বহরে আছে তিনটি ড্যাশ এইট উড়োজাহাজ। এর মধ্যে একটি বুধবার ইয়াংগুনে দূর্ঘটনায় পরে। উড়োজাহ্জটি দিয়ে আবার ফ্লাইট পরিচালনা করা যাবে কিনা তা নিয়ে এখন সংশয় দেখা দিয়েছে। ফলে এই রুটগুলোতে আপাতত ২টি ড্যাশ এইট উড়োজাহাজ দিয়েই ফ্লাইট পরিচালনা করতে হবে বিমানকে। ১২ মে পর্যন্ত বিভিন্ন অভ্যন্তরীণ রুটের ১০ টি ফ্লাইট এরিমধ্যে বাতিল করা হয়েছে ।

ভাড়ায় আনা বোয়িং সেভেন থ্রি সেভেন উড়োজাহাজ দিয়ে আপাতত চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে বিমান। ১৬২ আসনের বোয়িং সেভেন থ্রি সেভেন উড়োজাহাজ সাধারণত মাঝারি দুরত্বের গন্তব্যে ব্যবহার হয়। এটি দিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা লাভজনক হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে ।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে