ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনভবনের তৃতীয়তলায় কনফারেন্সরুমে বিশ্ববিদ্যালয়ের স্টকহোল্ডার ৩৩টি বিভাগের নির্বাচিত ১৩২ জন ছাত্র-ছাত্রীদের নিয়ে মঙ্গলবার দিনব্যাপী “স্টকহোল্ডার অন কোয়ালিটি এ্যাসুরেন্স” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দিনব্যাপী সেমিনারের প্রথম সেশনে (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. কে. এম. আব্দুস ছোবহান এর সভাপতিত্বে প্রধান অতিথি ও সেমিনারে রিসোর্স পারর্সনের বক্তব্যে প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান বলেন, শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সম্পর্কটি হবে ভালোবাসার, সম্মানের ও মধুর মতো। মানুষকে যে ভালো চোখে দেখে সে মহৎ ও মহান। বর্তমান সময়ে বাংলাদেশ ও বিশ্ব প্রেক্ষাপটে সময় উপযোগী বিষয়গুলোকে তোমাদেরকে অবশ্যই জানতে হবে। মনে রাখতে হবে তথ্য প্রযুক্তির এই যুগে যার কাছে যত বেশি তথ্য থাকবে সে তত বেশি সমৃদ্ধ ও আধুনিক।

সেমিনারের দ্বিতীয় রিসোর্স পারর্সনের বক্তব্যে প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান আরো বলেন, তোমরা আজ এই কর্মশালায় যা কিছু শিখবে তা তোমাদের বর্তমান শিক্ষাজীবনে ও ভবিষ্যৎ কর্মজীবনে কাজে লাগবে। তিনি বলেন, আমরা সবাই পরিবার থেকে এসেছি, কেউ বিছিন্ন দ্বীপের মানুষ নয়। পরিবারের বাবা-মার কাছ থেকেই আমরা জীবনের শুরুতেই সব ধরনের নৈতিক ও সামাজিক শিক্ষা পায়। তিনি আরো বলেন, যুগের চাহিদা অনুযায়ী তোমাদেরকে চলতে হবে। মনে রাখতে হবে বিশ্ববিদ্যালয় হচ্ছে উন্মুক্ত শিক্ষা চর্চার ক্ষেত্র। এখান থেকে তোমরা সব বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে। তাই তোমাদের মুল কাজটি হবে মানসম্মত শিক্ষা গ্রহন করা এবং সেভাবে নিজেদেরকে গড়ে তোলা।

বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা বলেন, তুমি যদি নিজেকে সময় উপযোগী করে গড়ে না তোলো তবে বৈশ্বিক চ্যালেঞ্জ থেকে পিছিয়ে পড়বে। কোন বিষয়ে যথেষ্ট দক্ষতা অর্জন না করলে সেই শিক্ষা কাজে লাগে না। তাই শুধুমাত্র পরীক্ষায় ভালো করলেই ভালো ছাত্র হওয়া যায় না। ভালো ছাত্র হতে হলে সব বিষয়ে ভালো হতে হবে। তিনি বলেন, সময়কে কাজে লাগাতে হবে, যে যত বেশি সময়কে কাজে লাগাবে সে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে সফলতা পাবে। তিনি আরো বলেন, সুনিদিষ্ট পরিকল্পনা ছাড়া কিছুই হয় না। তোমাদেরকে সুনিদিষ্ট পরিকল্পনার আলোকে স্বপ্ন দেখতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে তাহলেই কাঙ্খিত লক্ষে পৌছানো সম্ভব।

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. কে.এম.আব্দুস ছোবহান। সেমিনারের উপস্থিত ছিলেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ আকতার হোসেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে