জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১শে এপ্রিলই পবিত্র শবে বরাত পালিত হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

মঙ্গলবার বিকেলে, সচিবালয়ে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান তিনি। শাবান মাসের চাঁদ দেখার বিষয়ে বিশিষ্ট ওলামায়ে কেরামদের সমন্বয়ে গঠিত ১১ সদস্য কমিটির সুপারিশের ভিত্তিতে এ ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী।ধর্ম প্রতিমন্ত্রী জানান, ভিন্নমত পোষণকারীদের পক্ষ থেকে সাক্ষ্যগ্রহণ শরিয়ত মোতাবেক নয়। সাক্ষ্যগ্রহণে সাক্ষী না পাওয়ায় আগের নির্ধারিত একুশে এপ্রিলই শবে বরাত পালিত হবে। এসময়, দলাদলি না করে সবাইকে সিদ্ধান্ত মেনে নেয়ার আহ্বান জানান ধর্মপ্রতিমন্ত্রী।

এর আগে চাঁদ দেখা নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় এনিয়ে উচ্চ আদালতে গিয়েছিলেন মুসল্লিদের একটি অংশ। কিন্তু ধর্মীয় বিষয় আদালতে না আনা ভাল মন্তব্য করে চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তকে গ্রহণ করার মত দেয় হাইকোর্ট।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে