নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে আনা হয়েছে।
মঙ্গলবার রাত ১০টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে এসে পৌঁছায় নারায়ণগঞ্জের ওমর ফারুক ও নরসিংদীর জাকারিয়া ভূঁইয়ার মরদেহ।পরে পরিবারের সদস্যরা মরদেহ দুইটি নিয়ে যান নিজ নিজ গ্রামের বাড়িতে। গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে জুমার নামাজের সময় সন্ত্রাসী হামলায় ৫০ জন প্রাণ হারান। তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশের নাগরিক।
এদের মধ্যে সিলেটের হোসনে আরা আহমেদ ও কুড়িগ্রামের ডক্টর আবদুস সামাদকে গত শুক্রবার ক্রাইস্টচার্চেই দাফন করা হয়েছে ।
তথ্যঃ বৈশাখী অনলাইন
অনলাইন নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ














