সময় ও প্রয়োজনানুযায়ী প্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জন ও প্রয়োগ করতে হবে বললেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। তিনি আজ বুধবার (৬ মার্চ ২০১৯) বেলা সাড়ে ১২টায় একাডেমিক ভবন-২ এ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে একথা বলেন।

ভাইস-চ্যান্সেলর শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, খুব শীগ্রই এই বিভাগের শিক্ষার্থীর জন্যে দেশের সনামধন্য কোম্পানীর মাধ্যমে ইলেকট্রিক ভেহিক্যাল বিষয়ক কর্মশালারও আয়োজন করা হবে। ইইই বিভাগের প্রধান ড. সুমন কুমার দেবনাথ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মুল বক্তা ছিলেন কেআইটিসি (কাজী আইটি সেন্টার)-এর চিফ টেকনোলজি অফিসার ড. খান মোঃ আনোয়ারুস সালাম। সেমিনারে আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা জয়ন্ত কুমার পল। সেমিনারে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান, ইইই বিভাগের সহকারী অধ্যাপক জোয়ার্দার জাফর সাদিক, প্রভাষক এ. কে. এম মাহমুদুল হকসহ বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা বিশ^ব্যাপী বর্তমান তথ্য-প্রযুক্তি নির্ভর চাকুরির বাজার এবং সে অনুযায়ী নিজেকে গড়ে তুলবার সকল পন্থা গুলো সম্পর্কে ধারনা দেন এবং পরে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এরআগে গত ৪ মার্চ, ২০১৯ বেরোবি’র ড. ওয়াজেদ রির্সাচ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের সঙ্গে কেআইটিসি’র সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যে এই সেমিনারের আয়োজন করা হয়।

বেরোবি, গনসংযোগ থেকে
নিউজ ডেস্ক ।।
 বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে