টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় যোগ দিয়েছেন লাখো মুসল্লি। ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে চার দিনের ইজতেমা। ৬৪ জেলার মুসল্লিদের পাশাপাশি যোগ দিয়েছেন বিদেশিরাও। এছাড়া শুক্রবার সকালে ইজতেমা ময়দানে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এবং হুড়োহুড়িতে আহত হয়েছেন অন্তত দুশো জন। তাদের ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার ফজরের নামাজের পর, আম বয়ানের মধ্য দিয়ে শুরু চার দিনের বিশ্ব ইজতেমা। এবার ৬৪ জেলার মুসল্লিদের পাশাপাশি যোগ দিয়েছেন ৮০টি দেশের অন্তত ৯শো বিদেশি। ভিসা জটিলতাসহ নানা কারণে এবার বিদেশি মুসল্লির সংখ্যা কম, বলছে প্রশাসন।

ইজতেমার রীতি অনুযায়ী মুসল্লিরা নির্ধারিত খিত্তায় বসে মুরব্বিদের বয়ান শোনার পাশাপাশি পালন করেন নানা ধর্মীয় বিধান। দুপুরে লাখো মুসল্লির জুমার নামাজে ইমামতি করেন কাকরাইলের মাওলানা মোহাম্মদ জোবায়ের। মূল বয়ান উর্দুতে হলেও রয়েছে ২৪টি ভাষায় তরজমার ব্যবস্থা।

ইজতেমার নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মুসল্লিরা। 
এদিকে, সকাল সাড়ে ১০টার দিকে ইজতেমা ময়দানে রান্নার সময়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও হুড়োহুড়িতে আহত হন কমপক্ষে দুশো জন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয় স্থানীয় আহসানিয়া মিশন হাসপাতালে। পরে ২০ জনকে পাঠানো হয় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। তাদের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে।

শুক্রবার দুপুরে ইজতেমা ময়দান পরিদর্শনে গিয়ে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মাদ আব্দুল্লাহ বলেন, এবার দুভাগে মোনাজাত হলেও দুপক্ষের মধ্যে কোনো বিরোধ নেই। চারদিনের এই বিশ্ব ইজতেমায়, শনিবার হবে একপক্ষের আখেরি মোনাজাত। এরপর রোববার শুরু হবে মাওলানা সা’দের অনুসারীদের পরিচালনায় দুদিনের ইজতেমা।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে