টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্বের দ্বিতিয় বৃহত্তম মুসলিম জমায়েত। শুক্রবার ফজরের নামাযের পর আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় চারদিনের বিশ্ব ইজতেমা। বিশ্বের বিভিন্ন দেশের মেহমান ছাড়াও সারাদেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা এতে অংশ নিচ্ছেন। ইজতেমাকে নির্বিঘ্নে করতে সমন্বিত প্রস্তুতি নিয়েছে প্রশাসন। এদিকে, সকালে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরনে ইজতেমা ময়দানে আহত হয়েছেন বেশ কয়েকজন। আর বার্ধক্যজনিত কারণে মারা গেছেন চার মুসলি।
ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এবারের ইজতেমার প্রথম পর্ব। আম বয়ান বাংলায় অনুবাদ করেন মাওলানা নুরুর রহমান। ….
৬৪ জেলার মুসলীরা ৮৪টি খিত্তায় অবস্থান করছেন। ইজতেমার মূল বয়ান মঞ্চ থেকে জ্যেষ্ঠ মুরুব্বীরা আলাহ ও রাসুলের নির্দেশিত ইসলামী বিধানের উপর দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বয়ান করেন।
ইজমেতায় আগত মুসলিদের বাইরেও, শুক্রবার ইজতেমা ময়দানে জুমার নামাজ আদায় করতে আসেন রাজধানী ও আশপাশের সাধারণ মুসলীরা। জুম্মা নামাজে মুসলীর চাপ মাথায় রেখেই নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান।
ইজতেমাকে সফল করতে দুই পক্ষের সাথে পরামর্শ করে এবারের আয়োজন করা হয়েছে বলে জানালেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুলাহ।
বিশ্ব ইজতেমায় দিল্লি মারকাজের শীর্ষ মুরুব্বী মাওলানা সা’দ ও বাংলাদেশের মাওলানা জুবায়েরের অনুসরীরা বিবাদে জড়িয়ে পড়ায় এবার এক পর্বে চারদিনব্যাপী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দুদিন মাওলানা জুবায়ের ও পরের দুদিন মাওলানা সা’দপন্থী সৈয়দ ওয়াসিফ ইসলামের ব্যবস্থাপনায় ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার ও সোমবার দুদিন পৃথক আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ














