নাম ইশরাত জাহান। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পদ্মা বহুমুখী সেতুর কাজে বিপুল কর্মশক্তিতে কাজ করছেন এই বাঙালি নারী প্রকৌশলী । সকলের মুখেই তার কাজের প্রশংসা। এ ধরণের কাজে নারীর অংশগ্রহণ বাংলাদেশের পশ্চাদপদ সমাজ উন্নয়নের মাইল ফলক। বলছেন সচেতন মানুষ।
অনেক আকাঙ্ক্ষিত পদ্মা সেতুর নির্মাণ কাজে জড়িত রয়েছেন দেশি-বিদেশি অসংখ্য কর্মী। সবার সঙ্গে সাফল্যের সঙ্গে এই বিশাল কর্মযজ্ঞে ২৪বছর বয়সী একজন বাঙালি নারী প্রকৌশলীও রয়েছেন।
নাম ইশরাত জাহান। দিনাজপুরের নবাবগঞ্জ গার্লস স্কুল থেকে এসএসসি পাস করে ভর্তি হন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে। পাশ করে বের হওয়ার কিছুদিন পরই যোগ দেন পদ্মা সেতুর ঠিকাদার প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং করপোরেশনে (এমবিইসি)।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














