পূর্ববর্তী হিসাবের তুলনায় দ্রুত গতিতে উষ্ণ হচ্ছে বিশ্বের সমুদ্রগুলো। ফলে বরফ ও হিমবাহ গলে যাওয়ায় প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির মুখোমুখি হওয়ার ঝুঁকিতে রয়েছে বিশ্ব। এ অবস্থা অব্যাহত থাকলে শতাব্দীর শেষ নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় ৩০ সেন্টিমিটার বেড়ে যেতে পারে।

বৃহস্পতিবার সায়েন্স সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এমন আভাস দেয়া হয়েছে। প্রতিবেদনটি তৈরিতে ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রকাশিত চারটি গবেষণা প্রতিবেদন বিশ্লেষণ করা হয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, এত বেশি পরিমাণ উষ্ণতা শুষে নিতে পারে সমুদ্রগুলো, তা শীতল হতে কয়েক দশক লেগে যাবে। এছাড়া, উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী গ্রিনহাউস গ্যাস নির্গমন সহসা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

প্রতিবেদনে আরো দাবি করা হয়, ভূপৃষ্ঠের উষ্ণতার মাত্রার রেকর্ড অনুযায়ী ২০১৮ সাল ছিল চতুর্থ উষ্ণতম বছর। আর সমুদ্রের উষ্ণতা বিবেচনায় নিশ্চিতভাবে এটি উষ্ণতম বছর।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














