রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকাল ১০ টায় মার্কিন রাষ্ট্রদূতের বাসায় শুরু হয় এ বৈঠক। বৈঠকে মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।
প্রায় দুই ঘন্টার বৈঠকে দলের পক্ষ থেকে নির্বাচনের নানা অনিয়মের অভিযোগ তুলে ধরা হয় বলে জানিয়েছেন একাধিক নেতা। এছাড়া চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তারা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














