ভর্তি আর কোচিং বাণিজ্যের কারণে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পড়াশোনার মান কমেছে বলে মনে করেন অভিভাবকরা। তাদের অভিযোগ, ক্লাসের চেয়ে কোচিংয়ের মনোযোগ বেশি শিক্ষকদের। আর রাজধানীর অন্যতম সেরা এই শিক্ষাপ্রতিষ্ঠানে বছরে অন্তত ৫০ কোটি টাকার ভর্তি বাণিজ্য হয় বলেও দাবি তাদের। সব অনিয়ম খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী।

দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান- ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। তবে নানা অনিয়ম আর বিতর্কের কারণে দিন দিন ঐতিহ্য হারাতে বসেছে প্রতিষ্ঠানটি। নবম শ্রেণীর শিক্ষার্থী অরিত্রীর মৃত্যুর পর অনিয়মের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, স্কুলে ক্লাসের চেয়ে কোচিংয়ে আগ্রহ বেশি শিক্ষকদের। আর অভিভাবকরা বলছেন, শিক্ষকের কাছে কোচিং না করলে ক্লাস পরীক্ষায় নম্বর কম দেয়া, এমনকি ফেল করানো হয়। তাই বাধ্য হয়ে যেতে হয় কোচিংয়ে।

স্কুলের ধানমন্ডি শাখায় প্রতি ক্লাসে গড় শিক্ষার্থী ৪০, বসুন্ধরা ও আজিমপুরে ৬৫ জন। কিন্তু বেইলি রোডের প্রধান শাখায় অনেক শ্রেণিতে শিক্ষার্থী রয়েছে ১২০ জনও। লটারিতে নাম না আসা অনেককে মোটা টাকা নিয়ে ভর্তি করা হয় বলে অভিযোগ অভিভাবকদের।

স্কুলটিতে বিভিন্ন অনিয়মের তদন্ত চলছে বলে জানান শিক্ষামন্ত্রী।  ভিকারুননিসার কয়েকজন শিক্ষকের নাম আছে দুদকের তালিকায়ও।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে