কালপুরুষ যুব ও নেতৃত্ব উন্নয়ন পরিষদ এবং কুষ্টিয়া ফিল্ম সোসাইটি এর আয়োজনে ১৯৭১ সালে সংঘটিত বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্যের ‘মুক্তিযুদ্ধ’ নিয়ে ৩য় থেকে ৭ম শ্রেণির স্কুলছাত্র-ছাত্রিদের সাধারণ জ্ঞান, আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার মাধ্যমে কুষ্টিয়া জিলা স্কুল, কুষ্টিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, জি.কে স্কুল, কুষ্টিয়া হাই স্কুল, মুসলিম হাই স্কুল, দিনমণি হাই স্কুল, কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়, চাঁদ সুলতানা বালিকা বিদ্যালয়, মীর মশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়, ১ নং প্রাইমারী স্কুলের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড এর বাছাইকৃত ৬১ জন অংশগ্রহণ করে ফাইনাল পর্বে। ক্ষুদে মেধাবীদের অদম্য মেধা ফুটে ওঠে বক্তৃতা, রচনা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাঙ্কনের প্রতিযোগিতায় ৬১ জনের মধ্যে ৩টি বিভাগে ৯ জন জুনিয়র মাস্টার অফ কুষ্টিয়া সংবর্ধনা পেয়েছেন। সকল বিভাগে সেরা ফলাফলে এগিয়ে ছিল কুষ্টিয়া জিলা স্কুলের ৫ম শ্রেণির ছাত্র সাবা ইসলাম। তাকে সেরাদের সেরা সংবর্ধনায় ভূষিত করা হয়।
উক্ত অনুষ্ঠানে ১ম পর্বের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার প্রথম পতাকা উত্তোলনকারী আব্দুল জলিল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান, অগ্রনী ব্যাংক লিমিটেড, চুয়াডাঙ্গা অঞ্চল মোঃ সাইফুর রহমান। শেষ পর্বের প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জননেতা আজগর আলী বলেন “ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামী প্রজন্মের শিশু কিশোরদের গড়তে হবে সৃজনশীল সোনার বাংলাদেশ, এ ধরণের গঠনমূলক প্রতিযোগিতার আয়োজন করে কুষ্টিয়ার তরুণ প্রজন্ম সৃজনশীল উদাহরণ সৃষ্টি করেছে অংশগ্রহণকারী ও অভিভাবকদের সমন্বয়ে, তাদের সার্বিক সুস্থতা ও সফলতা কামনা করি ”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ, কুষ্টিয়া জেলা শখার যুগ্ম সাধারন সম্পাদক মনিরুজ্জামান লালন, কুষ্টিয়া ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি খলিলুর রহমান মজু, কুষ্টিয়া ফিল্ম সোসাইটির উপদেষ্টা ও ফ্রিল্যান্সার প্যালেস লিমিটেড কোম্পানির পরামর্শক এম. এল. কবির তুহিন, দৈনিক কুষ্টিয়া ও দি কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক ও সম্মিলিত সামাজিক-সাংস্কৃতিক জোটের আহবায়ক ড. আমানুর আমান, কালপুরুষ – যুব ও নেতৃত্ব উন্নয়ন পরিষদের উপদেষ্টা জুবায়েরী পারভেজ বাপ্পী, বাংলাদেশ ছাত্রলীগ কুষ্টিয়া জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমিনুর রহিম পল্লব, কুষ্টিয়া ফিল্ম সোসাইটির উপদেষ্টা ও গণজাগরণ মঞ্চ, কুষ্টিয়ার সমন্বয়ক শাহজাহান আলী এবং অতিথি বিচারক ছিলেন গ্রিন লিফ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল নূর আলম ইউনূস। অনুষ্ঠানটি সৃজন একাডেমিক কেয়ার – জুনিয়র ক্যাম্পাসে (৪৩/১, খোদাদাদ খান সড়ক, থানাপাড়া, কুষ্টিয়া) অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির সভাপতিত্ত্ব করেন সৃজন একাডেমিক কেয়ার – জুনিয়র ক্যাম্পাস এর ক্যাম্পাস ইন-চার্জ ও কালপুরুষ – যুব ও নেতৃত্ব উন্নয়ন পরিষদের আহবায়ক ও কুষ্টিয়া ফিল্ম সোসাইটির সভাপতি মুহাইমিনুর রহমান পলল এবং পরিচালনা করেন কালপুরুষ – যুব ও নেতৃত্ব উন্নয়ন পরিষদের সদস্য সচিব আশরাফুল ইসলাম অনিক এবং সমন্বয় করেন সৃজন একাডেমিক কেয়ার – জুনিয়র ক্যাম্পাস এবং কুষ্টিয়া ফিল্ম সোসাইটির সমন্বয়ক ঈশা খান অপূর্ব ও ‘ভয়েস অব ইউথ, কুষ্টিয়া’ এর সভাপতি মারুফ রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৃজন পাবলিক স্কুলের প্রিন্সিপাল ওয়াহেদ সবুজ। অনুষ্ঠানের আয়োজক কমিটির উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সৃজন একাডেমিক কেয়ারের পরিচালক মোস্তাফিজুর রহমান সবুজ এবং আয়োজক কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন তানভীর সৌখিন, শাহীন সিজন, সুরাইয়া রহমান, জাকিয়া বুলবুল জবা, হাফিজা খাতুন হানি, সুমাইয়া রহমান, তাইফুর রহমান, শিতু নিগার, আসাবুল ইয়ামীন জ্বীমসহ প্রমুখ।
১৯৭১ সালে সংঘটিত বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্যের ‘মুক্তিযুদ্ধ’ নিয়ে জমকালো আয়োজনের মাধ্যমে শেষ হলো মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড