মেহেরপুর জেলার অর্ন্তগত গাংনী থানা বাংলাদেশ ছাত্রমৈত্রীর উদ্যোগে সকল ইউনিয়ন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়াকার্স পার্টির পলিটব্যুরো সদস্য জননেতা জনাব নুর আহমেদ বকুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন মহান মুক্তিযুদ্ধের প্রস্তুতিকাল, মুক্তিযুদ্ধে এদেশের ছাত্র সমাজের অংশ গ্রহণ এ জাতির জন্য এক মহান গৌরব । ছাত্র সমাজের অর্জিত ঐ গৌরব যে কোন মূল্যেধরে রাখতে হবে । ৭১ পরবর্তী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বিজয়ী জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যহত রেখেছে। হত্যা খুন ক্যু এর রাজনীতির মধ্যদিয়ে মৌলবাদি জংগীবাদী শক্তিকে এদেশে তারা প্রতিষ্ঠিত করেছে । ঐ আপশক্তির বিরুদ্ধে ছাত্র সমাজের প্রতিনিয়ত সংগ্রাম অব্যহত রাখতে হবে । ১৪ দলের নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটেছে আধুনিকতার ছোয়া লেগেছে। এখনো যতটুকু শিক্ষা ব্যবস্থা উন্নয়নের ঘাটতি আছে তা পূরণ করতে হলে পুনরায় জননেত্রী শেখ হাসিনার সরকার প্রতিষ্ঠা করতে হবে । মুক্তিযুদ্ধের চেতনাকে ভিত্তি করেই শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে।

ছাত্রনেতা মিঠুনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টি মেহেরপুর জেলা শাখার সাধররণ সম্পাদক কমরেড আব্দুল মাবুদ, ছাত্রনেতা জাহাঙ্গীর আলো প্রমুখ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে