প্রধানমন্ত্রীর নির্দেশে বেদখল হওয়া দেড় বিঘা জমি বুঝে পেলো ঢাকেশ্বরী জাতীয় মন্দির। সকালে মন্দির প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এ নিয়ে বিস্তারিত জানায় মন্দির কর্তৃপক্ষ ও পূজা উদযাপন পরিষদ। জমি বুঝে পেয়ে সেখান থেকে উচ্ছেদ করা হয়েছে অবৈধ স্থাপনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে মন্দিরের দক্ষিণ-পশ্চিম কোণের দেড় বিঘা জমি দখলদারদের কাছ থেকে বুঝে পেয়েছে কর্তৃপক্ষ। গত ১৫ অক্টোবর শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা বিনিময়ের সময় ঢাকেশ্বরী মন্দিরকে জমি ফেরত দেয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। জমি বুঝে পেয়ে হিন্দু সম্প্রদায়ের নেতারা প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। মন্দিরের বেদখল বাকি জমি ফেরত পেতে সরকারের সহযোগিতাও চান তারা।

ঢাকেশ্বরী মন্দিরের ২০ বিঘা জমির মধ্যে বর্তমানে মাত্র সাড়ে ৭ বিঘা মন্দির কর্তৃপক্ষের দখলে আছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে