১২ই নভেম্বর ২০১৮ উপকূলের অধিবাসীদের সমস্যা ও উপকূল সুরক্ষায় করণীয় শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ এনভায়রনমেন্ট এ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) (Bangladesh Environment and Development Society–BEDS) এবং ঢাকা ফটোগ্রাফিক ইনস্টিটিউট (Dhaka Photographic Institute – DPI) মতবিনিয় সভার আয়োজন করে।

সভায় মিডিয়া পার্টনার হিসেবে সহায়তা করেন বিডি টাইমস নিউজ। সকাল ১০ টায় বেডসের সাইক্লোন সেল্টার থেকে র‌্যালি শুরু হয়ে হরিনগর বাজার প্রদক্ষিণ করে র‌্যালিটি সাইক্লোন সেল্টারে এসে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন বেডসের কর্মসূচি সমন্বয়কারী শান্তনু বিশ্বাস এবং ঢাকা ফটোগ্রাফিক ইনস্টিটিউটের চেয়াম্যান শহিদুজ্জামান বাদল। র‌্যালিতে স্থানীয় জনগন এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।র‌্যালি শেষে সাইক্লোন সেল্টারের সেমিনার কক্ষে উপকূলের জনজীবন শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (ফটোগ্রাফি) শেখ আবু সিদ্দিক রোকন। মধ্যাহ্ন বিরতির পর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তারা প্রাকৃতিক দুর্যোগ, লবণাক্ততা বৃদ্ধি, অপুষ্টি, শিক্ষার অভাব, চিকিৎসার অভাব, কর্মসংস্থানের অভাব প্রভৃতি সমস্যার কথা তুলে ধরেন। তাছাড়া উপকূল সুরক্ষায় দিনটিকে উপকূল দিবস হিসেবে স্বীকৃতি দেবার জোর দাবি জানান অংশগ্রহণকারীরা।
দিনব্যাপি কর্মশালায় অংশগ্রহণ করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (ফটোগ্রাফি) শেখ আবু সিদ্দিক রোকন, বেডসের কর্মসূচি সমন্বয়কারী শান্তনু বিশ্বাস, ঢাকা ফটোগ্রাফিক ইনস্টিটিউটের চেয়াম্যান শহিদুজ্জামান বাদল, বিডি টাইমসের মিডিয়া কোঅর্ডিনেটর শামস ই তানভীর, বিভিন্ন এনজিও কর্মী, বিদ্যালয়ের শিক্ষক, ব্যাংকার, সুন্দরবন পেশাজীবীসহ স্থানীয় সরকার প্রতিনিধি। উল্লিখিত মতবিনিময় সভায় আলোচকগণ উপকূলের অধিবাসীদের সমস্যা এবং তার যথাযথ সমাধানের উপায় ব্যক্ত করেন এবং উপকূলবাসীদের জীবন যাত্রার মান উন্নয়ের জন্য বিভিন্ন শ্রেণিপেশার মানুষদেরকে এগিয়ে আসার আহ্বান জানান।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে