শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে কোনো নির্বাচনে ভোট ডাকাতি হয়না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতির বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, গেল দশ বছরে গোটা দেশে যে উন্নয়ন হয়েছে তার সুফল শুধু আওয়ামী লীগের নেতাকর্মী নয়, বরং সমাজের সব শ্রেণী-পেশার মানুষ পাচ্ছে। এ কারণে শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনতে এলাকাবাসীর সহায়তা চান তিনি। নিজ নির্বাচনি এলাকা ঢাকা-২ আসনের শিকারীপাড়া ও জয়কৃষ্ণপুর ইউনিয়নে সকাল থেকে রাত পর্যন্ত স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন সালমান এফ রহমান।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনে আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী সালমান এফ রহমান। খোঁজ নেন নিজ এলাকার বাসিন্দাদের সুখ-দুঃখের। কেন্দ্রভিত্তিক ভোটারদের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে বৃহস্পতিবার যান নবাবগঞ্জের শিকারীপাড়া ও জয়কৃষ্ণপুর ইউনিয়নে। ঢাকা-১ আসনের সার্বিক উন্নয়নে তাঁর পরিকল্পনা খুলে বলেন ভোটারদের।
এলাকার এই কৃতি সন্তানকে নৌকার কান্ডারি হিসেবে পেয়ে উৎফুল্ল এলাকাবাসী। উপস্থিত ভোটাররা আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে তাকে বিজয়ী করার প্রতিশ্রুতি দেন।
বক্তব্যে বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেন সালমান এফ রহমান। আশ্বাস দেন, ঢাকা-১ আসনের ভোটারদের সেবা করার সুযোগ পেলে অবকাঠামো ও নাগরিক সুবিধা বাড়িয়ে ঢাকার এই আসনকে দেশে উন্নয়নের মডেল হিসাবে গড়ে তোলা হবে।
ঢাকা-১ আসনের ১৭৮ কেন্দ্রের সবকটিতেই সভা করার পরিকল্পনা আছে সালমান এফ রহমানের। এই আসনে ভোটার সংখ্যা সাড়ে ৪ লাখের বেশি।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














