সংস্কৃতি মন্ত্রননালয়ের আয়োজনে সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়ায় তিনদিন ব্যাপী নজরুল সম্মেলনের উব্ধোধন হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় কালেক্টরেট চত্বর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে দিশা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো: আসলাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো: হারুন-উর-রশিদ আসকারী।

সম্মানিত অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রনালয়ের সাবেক সচিব বেগম আকতারী মমতাজ। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: মমতাজ আরা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম। মূখ্য আলোচক ছিলেন নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক(অতি: সচিব) মো: আব্দুর রাজ্জাক ভূইঞ্চা, আলোচক ছিলেন স্থানীয় সরকার অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মোস্তাক আহমেদ ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মাসুদ রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন নজরুল ইন্সটিটিউটের সচিব জনাব আব্দুর রহিম।

প্রধান অতিথি তার তার বক্তব্যে বলেন আমাদের নজরুল হোক সারাবিশ্বের। নজরুল মানুষের কবি। তিনি মানুষের মানুষের মানবতার মুক্তির জন্য কাজ করে গেছে। নজরুল একদিকে বাংলা গজল, হামদ্, নাত লিখেছেন আবার অন্যদিকে শ্যামা সংগীত কীর্তন লিখেছেন। এ রকম দ্বৈত ও সামগ্রিক সত্তার কবি বাংলা সাহিত্য দ্বিতীয়জন নেই। যিনি সকল ধর্মীয় সংকীর্ণতার উর্ধ্বে উঠে নিজেকে বিশ্বমানব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান নজরুলের সংগ্রামী চেতনাকে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠনের পাথেয় হিসেবে গ্রহন করেছিলেন। তার সংগ্রামী চেতনার মূল্যায়ন করতে জাতির জনক ভুল করেননি। তৎকালীন ভারত সরকারের অনুমতি নিয়ে তাকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল এবং যথাযোগ্য মর্যাদা দেওয়া হয়েছিল। নজরুল সাহিত্যকর্ম ইংরেজি ভাষায় অনুবাদের মাধ্যমে আমরা একদিকে নজরুলকে বর্হিবিশ্বে যেমন পরিচিত করে তুলতে পারব তেমনি একটি অসাম্প্রদায়িক ও মানবিক পৃথিবী গঠনের সহায়ক হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন নজরুলকে নতুন প্রজন্মের সান্নিধ্যে আনতে হলে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরুল চর্চা বাড়াতে হবে।আলোচনা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সমাজের গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

প্রিতম মজুমদার
কুষ্টিয়া ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে