বৈষম্যহীন সমাজ বির্নিমানের লক্ষে অগ্রসরমান সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে শহরের রাম-রতন-শাহ আলম চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদীচী কুষ্টিয়া সংসদের সিনিয়র সহ-সভাপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মূর্শেদ রতনের সভাপতিত্বে আলোচক ছিলেন সাধারণ সম্পাদক গোপা সরকার, মানবাধিকার নাট্য পরিষদের সংগঠক মোতাহার আকন্দ ও সিপিবি কুষ্টিয়া শাখার সভাপতি ওয়াকিল মুজাহিদ। সঞ্চালনায় ছিলেন উদীচীর জাতীয় কমিটির সদস্য সমর রায়।সভাপতির বক্তব্যে ড. সরওয়ার মূর্শেদ বলেন উদীচী একটি আন্দোলনের নাম একটি সংগ্রামের নাম। উদীচী গণসংগীতের মাধ্যমে সাধারণ খেটে খাওয়া মানুষের অধিকারের কথা বলে। আমরা পঞ্চাশ বছর পুরণ করেছি অনেক ত্যাগ, শ্রম এবং রক্তের বিনিময়ে। যশোর ও নেত্রকোনায় মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী উদীচীর উপর হামলা করেছিল।

আলোচনা শেষে উদীচীর শিল্পীরা গান, নৃত্য ও পথনাটক পরিবেশন করে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

প্রিতম মজুমদার
কুষ্টিয়া ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে