এশিয়ার দ্রুত উন্নয়নশীল শহরগুলোর কয়েক লাখ শিশু ও প্রাপ্তবয়স্ক মানুষ অপুষ্টির শিকার। টেকসই ও পুষ্টিগুণসম্পন্ন নগর পরিকল্পনার মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব বলে মনে করছে জাতিসংঘ।
সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে পৃথিবীর সবচেয়ে বেশি নগরায়ন হচ্ছে। অন্যদিকে, বিশ্বের ৮২ কোটিরও বেশি মানুষ অপুষ্টির শিকার।
২০৩০ সালের মধ্যে বিশ্বে দুর্ভিক্ষ নিরসনের লক্ষ্য থাকলেও সংঘর্ষ ও জলবায়ু পরিবর্তনের কারণে ২০১৭ সালে টানা তৃতীয়বারের মতো বিশ্বজুড়ে ক্ষুধার হার বেড়েছে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














