২৬ অক্টোবর শুক্রবার সকাল ৯ টায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে প্রথমবারের মত পর্দা উঠতে যাচ্ছে ‘ঢাকা ট্রান্সলেশন ফেস্ট’।এই অনুষ্ঠানটির উদ্বোধন করবেন প্রখ্যাত কবি কামাল চৌধুরী।উদ্বোধনী পর্বের শুরুতে বাংলাদেশের সৈয়দ মনজুরুল ইসলাম এবং ভারতের এস সি নারুলাকে ‘ঢাকা ট্রান্সলেশন ফেস্টিভ্যাল পুরস্কার ২০১৮’ সম্মাননা প্রদান করা হবে।
‘ঢাকা ট্রান্সলেশন ফেস্ট’র সারাদিনের আয়োজনে থাকছে ‘উপন্যাস অনুবাদ’; ‘বিশ্বসাহিত্য অনুবাদ’; ‘কবিতার অনুবাদ’; ‘অনুবাদের মাপকাঠি ও পদ্ধতি’; ‘অনুবাদে নারীবাদ: বদল ও রূপান্তর’; ‘অনুবাদ, রাজনীতি ও নেতৃত্ব’ এবং ‘নাটকের অনুবাদ: অনুবাদের অযোগ্য অনুবাদ’ শীর্ষক ৭ টি আলোচনা। এছাড়াও রয়েছে অনূদিত কবিতাপাঠ।
দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশ নেবেন দেশ-বিদেশের স্বনামধন্য ১৭০ জন কবি, কথাসাহিত্যিক এবং অনুবাদকবৃন্দ।
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ