আগামী নির্বাচনে দোহার-নবাবগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত হলে নদীভাঙন রোধে স্থায়ী প্রকল্প নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতির বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এ দুই এলাকাকে বাংলাদেশের মডেল উপজেলা করার ঘোষণাও দেন তিনি।

মঙ্গলবার দোহারের জয়পাড়ায় যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর যৌথ কর্মিসভায় এসব কথা জানান সালমান এফ রহমান। এসময় চলমান উন্নয়ন ত্বরান্বিত করতে এবং ধারবাহিকতা ধরে রাখতে শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি। এই লক্ষ্যে সবাইকে কাজ করার তাগিদও দেন।

দোহার-নবাবগঞ্জ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সাংসদ নির্বাচিত হলে শিল্প কারখানা স্থাপনের পাশাপাশি রাস্তা সংস্কারসহ নতুন সড়ক নির্মাণের আশ্বাসও দেন তিনি। ৩ নভেম্বর থেকে ডিসেম্বরের ১৭ তারিখ পর্যন্ত দোহার-নবাবাগঞ্জে গণসংযোগ করবেন সালমান এফ রহমান।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে