ষষ্ঠীতে বোধন দিয়ে শুরু হলো দুর্গাপূজা। পঞ্জিকা অনুসারে রোববার সন্ধ্যায় পঞ্চমী তিথি শেষে শুরু হয় মহাষষ্ঠী। সকালে বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু ষষ্ঠী পূজা। দিনভর চণ্ডিপাঠে মুখর থাকবে সব মণ্ডপ।

বাজছে ঢাক, চলছে পূজা এসব আয়োজন দেবীকে জাগ্রত করার। ফুল, ধুপ-ধুনুচি, পঞ্চপ্রদীপ নানা উপকরণের ব্যবহার আর আচার-আনুষ্ঠানিকতায় এই বোধনেই প্রাণ প্রতিষ্ঠা পায় মৃন্ময় প্রতীমায়। হিন্দু পুরাণ অনুযায়ী রাবন বধের জন্য নির্ধারিত সময়ের আগে শরৎকালে দেবী দুর্গার পূজা করেছিলেন রামচন্দ্র। এ কারণেই এর নাম অকালবোধন। দেবী এবার ঘোড়ায় চড়ে মর্তে এসেছেন, তার আগমনে পৃথিবীতে মঙ্গল ও শান্তির আশা ভক্তদের। এ বছর ঢাকায় ২৩৪টি মণ্ডপে পূজা হচ্ছে। উৎসবমুখর পরিবেশে সব মণ্ডপেই আছে বর্ণিল আলোকসজ্জা। সার্বিক ব্যবস্থাপনা দেখতে রোববার সকালে ঢাকেশ্বরী মন্দিরে যান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, পূজায় এবারো থাকবে কয়েক স্তরের নিরাপত্তা থাকছে।

তবে দুর্গাপূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলেও আশস্ত করেন ডিএমপি কমিশনার।

অনলাইন ডেস্ক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে