বিআরসি গ্লোবাল স্ট্যান্ডার্ড সনদ পেয়েছে প্রাণ গ্রুপ। সকালে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা।
তিনি জানান, আন্তর্জাতিক মান ও কমপ্ল্যায়েন্স মেনে পণ্য উৎপাদন করায় সম্প্রতি প্রাণ এগ্রো লিমিটেড ও নাটোর এগ্রো লিমিটেডকে এ সনদ দেয় যুক্তরাজ্যের মান নিয়ন্ত্রক সংস্থা বিআরসি সির্টিফিকেশন। ইলিয়াস মৃধা বলেন, বাংলাদেশ থেকে প্রাণ গুড়া মশলা বিশ্বের একশটিরও বেশি দেশে রপ্তানি হয়।
এতোদিন বিআরসি সনদ না থাকায় ইউরোপের বাজারে রপ্তানিতে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে। এই সনদ অর্জনের ফলে বিশ্বের নানা প্রান্তে বাংলাদেশি ব্র্যান্ডের মশলা পৌঁছে দেয়া যাবে বলেও জানান প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ














