কুষ্টিয়াঃ কুষ্টিয়ার কুমারখালী উপজেলাধীন ধলনগর মাধ্যমিক বিদ্যালয় ও সার্বজনীন দূর্গাপুজা মন্দিরেরর নতুন ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।রবিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন কার্য সমপন্ন করেন কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ও সরকারী প্রতিষ্ঠান সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য  বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বর্তমান সরকার শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আকৃষ্ট করতে দৃষ্টি নন্দন ভবন নির্মান করছে।উপবৃত্তির ব্যবস্থা করেছেন।তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রতি বছরে জানুয়ারি মাসের এক তারিখে বিনামূল্যে পাঠ্যপুস্তক বই বিতরন করেন। শুধু শিক্ষা নয়,সকল দিকে প্রধানমন্ত্রীর নজর রয়েছে, সকল খাতে উন্নয়ন সাধিত হয়েছে। এসময় আব্দুর রউফ এমপি দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে সবাইকে বার বার নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

ধলনগর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শ্রী স্বপন কুমার মজুমদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার মোঃ জায়েদুর রহমান, কুমারখালী উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আব্দুর রহিম, কুমারখালী উপজেলা সহকারি  মাধ্যমিক শিক্ষা অফিসার  মোঃ সাইফুল আলম, কুষ্টিয়া জেলা সহকারি বিদ্যালয় পরিদর্শক ফারুক আহমেদ, উপ সহকারি প্রকৌশলী আব্দুল মতিন, কুমারখালী উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমী সুপার ভাইজার মোঃ হেলাল উদ্দিন, সদকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ, চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মনির হাসান রিন্টু প্রমুখ।

ধলনগর মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য শ্রী নির্মল কুমার বিশ্বাস এর সঞ্চালনায় এসময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী বৃন্দ, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিতম মজুমদার ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে