হজ পালনে আজ মুজদালিফায় অবস্থান করছেন হাজিরা। পরে আবার মিনায় ফিরবেন তারা।
এখানে শয়তানকে পাথর মেরে, কোরবানি করে মাথা মুণ্ডন করবেন হাজিরা। পরে কাবা শরিফে বিদায়ী তাওয়াফ করবেন তারা। পরে তারা মিনায় ফিরে ১১ ও ১২ জিলহজ, সেখানে অবস্থান করবেন। এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০ লাখেরও বেশি মুসলমান মক্কায় হজ করতে গেছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে গেছেন এক লাখ ২৭ হাজার ২৯৭ জন।
এদিকে হজ চলাকালীন সৌদি আরবের আবহাওয়া নিয়ে শঙ্কিত দেশটির সরকার। এক ঘোষণায় জানানো হয়, মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের কারণে মক্কায় আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।গত কয়েকদিন প্রচণ্ড গরম থাকলেও রোববার সন্ধ্যায় মক্কা, মিনা এবং আরাফাত এলাকায় হঠাৎ ধুলি ঝড় শুরু হয়।
ইন্ডিপেনডেন্ট














