সপ্তপর্ণী কলকাতার আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা “যখন বৃষ্টি নামল” ১৮ই অক্টোবর সন্ধ্যা ৬ টায় বিরালা আক্যাডেমিতে উদ্বোধন হয়। উক্ত অনুষ্ঠানটি সন্ধ্যা ৬ টা থেকে শুরু হয়ে রাত ৯ টা পর্যন্ত চলে। কবিতা ,সঙ্গীত আর নৃত্তের সমন্বয়ে শিল্পীরা দর্শকদের একটি সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেন।
শিল্পী হিসেবে মঞ্চ আলোকিত করেন স্বপন মুখার্জী, দীপক কুমার নন্দী, কৃষ্ণা রায় চৌধুরী,আশোকা চ্যাটার্জি , কিশোর রঞ্জন মজুমদার, শ্যামলী দাস গুপ্ত, কাবেরী চৌধুরী, ললিতা দে, মৌমিতা পাল, শম্পা ঘোষ, নুপুর মণ্ডল, আনুষা মহারত্ন, পারমিতা মহারাত্ন, ঐশী ব্যানার্জি, ইদ্রানী ভট্টাচার্য ,স্বাতী ভট্টাচার্য, বিতস্তা চ্যাটার্জি, সুমিতা বিশ্বাস,সুস্মিতা মিত্ত্র,রুপা বসু, আপরনা দাস,বনানী গোস্বামী, শিবানী ঘোষ,স্মৃতিকণা চ্যাটার্জি, মধুমিতা চ্যাটার্জি, দেবী লাল নাগ এবং ইশিতা ঘোষ নন্দী।
উক্ত অনুষ্ঠানটির ভাষ্য রচনা করেন ললিতা দে ও ভাষ্য পাঠে ছিলেন কাবেরী চৌধুরী । এছাড়াও যন্ত্রানুষঙ্গে ছিলেন দেব জ্যোতি গোস্বামী ও শুভদীপ দাস। ধ্বনিতে ছিলেন হাসি পাঞ্জাল । অনুষ্ঠানটি পরিচালনা করেন দীপ কুমার নন্দী ।
বিডি টাইমস নিউজ ।। রিঙ্কা সেন