মহাকাশ বিজ্ঞান সম্পর্কে খুঁটিনাটি তথ্য জানানোর পাশাপাশি ন্যানো বা আকারে ছোট স্যাটেলাইট বানানোর দক্ষতা উন্নয়নে দেশে প্রথমবারের মতো বসছে ‘স্পেস ইনোভেশন সামিট’।

২১ জুলাই ঢাকার কেআইবি মিলনায়তনে অনুষ্ঠেয় এ সম্মেলনে ন্যানো স্যাটেলাইটবিষয়ক কর্মশালার পাশাপাশি সাতটি কারিগরি সেমিনার হবে। শুধু তা-ই নয়, বিশেষভাবে তৈরি একটি ন্যানো স্যাটেলাইট ২০০ ফুট ওপর থেকে প্যারাশুটের মাধ্যমে নিচে নামানো হবে। মাটিতে নামার সময় গ্রাউন্ড স্টেশনে বিভিন্ন ডাটাও পাঠাবে স্যাটেলাইটটি। মহাকাশ গবেষণার কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে প্রদর্শনীরও আয়োজন করা হবে।

সম্মেলনের আয়োজক বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রধান আরিফুল হাসান জানান, স্পেস টেকনোলজি নিয়ে দেশের তরুণদের উৎসাহিত করতেই এ উদ্যোগ। সম্মেলনে দেশ-বিদেশের ১৮ জন বিশেষজ্ঞ বক্তব্য দেবেন। স্পেস ইনোভেশন সামিট এর আকর্ষণ, প্রজেক্ট প্রদর্শনী। থাকছে মার্স রোবার কম্পিটিশন এ আমেরিকা জয় করা ৩ টি রোবট ( যেগুলি মঙ্গল গ্রহের গবেষণার জন্য বানানো হয়েছে) এছাড়া ও থাকবে স্মল স্যাটেলাইট উৎক্ষেপণ এর যন্ত্রপাতি ও অগ্মেন্টেড রিয়েলিটি বেজড মহাকাশ নিয়ে গেমিং। প্রজেক্ট প্রদর্শনী সবার জন্য উম্মক্ত।

কে আই বি, মিলানায়তন এর ৫ম তলায় চলে আসুন, শনিবার সারাদিন।
আজ রেজিস্ট্রেশন এর শেষ দিন, অল্প কয়েকটি সিট খালি আছে। অফার সহ সব সেমিনার এ রেজিস্ট্রেশন এর জন্য দেখন ঃ www.bif.org.bd
https://www.facebook.com/events/1809029292733504/

রুমানা রহমান
নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে