রাবি প্রতিবেদকঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের  ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী  উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ কলাভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে র‍্যালীটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু হলে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে রাকসু ভবনে গিয়ে মিলিত হয়।
এর আগে র‌্যালির উদ্বোধন করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের বর্তমান সহ-সভাপতি বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গৌতম গোস্বামী।এসময় সংগঠনটির কার্যনির্বাহী সদস্য সংস্কৃত বিভাগের অধ্যাপক জুয়েলী বিশ্বাস, সংগঠনটির বর্তমান সাধারণ সম্পাদক আ স ম শিবলী শিহাব, দপ্তর সম্পাদ আজম খান, সাবেক রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি সোহেল রানাসহ সংগঠনটির অন্যান্য সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
১৯৯৭ সালের ১৯ জুলাই বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সুস্থসংস্কৃতির চর্চা ও বিকাশে বিশ্ববিদ্যালয়ে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

মেশকাত মিশু
রাজশাহী বিশ্ববিদ্যালয় ।।  বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে