নিজস্ব প্রতিদেক, কুষ্টিয়াঃ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা। শত বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ায় এই বছরেও উৎসবটি সাড়ম্বরের সাথে পালিত হয়েছে।

এ উপলক্ষে শহরের গোপিনাথ জিউর মন্দির থেকে বিশাল শোভাযাত্রা বের হয়ে বড় বাজার মন্দিরে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জজ কোর্টের বিজ্ঞ পিপি এ্যাড. অনুপ কুমার নন্দী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা. আমিনুল হক রতন, মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড. শীলা বসু, জেলা যুব মহিলালীগের যুগ্ম-আহবায়ক গোপা সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নরেন্দ্রনাথ সাহা, সহ-সভাপতি বিজয় কুমার কেজরীওয়াল, অশোক সাহা, কোষাধ্যক্ষ পরেশ রায় নাড়ু, প্রচার সম্পাদক সুজন কুমার কর্মকার প্রমুখ। এছাড়াও বিপুল সংখ্যক মানুষ রথের দড়ি টেনে শোভাযাত্রায় অংশ নেন।
এদিকে রথ উপলক্ষে বসেছে মেলা। মেলায় দোকানীরা হরেক রকমের পণ্যের সম্ভার সাজিয়ে বসেছেন। মেলায় আগত দর্শনার্থীরা তাদের প্রয়োজনমত পণ্য সংগ্রহ করছেন।উল্লেখ্য প্রতি বছর আশাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে এই উৎসব শুরু হয়। এর নয় দিনের মাথায় আশাঢ়ের একাদশী তিথিতে উল্টোরথযাত্রার মাধ্যমে উৎসবের শেষ হবে। অর্থাৎ ২২ জুলাই উৎসবের শেষ দিন।
প্রিতম মজুমদার, কুষ্টিয়া ।। বিডি টাইমস নিউজ














