হজ্ব ফ্লাইট শুরুর বাকি ১৫ দিন। তবে এখনও হজযাত্রীদের বাড়ি ভাড়া শেষ করতে পারেনি ২২৪টি এজেন্সি। ভিসার জন্য হজ অফিসে পাসপোর্ট জমা দেয়নি ৫২৮ এজেন্সির কেউই। এতে এবছরও দেখা দিয়েছে ভোগান্তির শঙ্কা। বিষয়টি সামনে রেখে দ্রুত পাসপোর্ট জমা দিতে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।

সময় মতো ভিসাসহ অন্যান্য কাজ শেষ করতে না পারায় গত বছর হজযাত্রায় সংকটে পড়ে বাংলাদেশ বিমান। বাতিল হয় ২৪টি ফ্লাইট। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এবছরও এখনও বাড়িভাড়ার কাজ শেষ করে ভিসা কার্যক্রম শুরু করতে পারেনি এজেন্সিগুলো। অথচ গতবারের চেয়ে ১০ দিন এগিয়ে এবার প্রথম ফ্লাইট যাবে ১৪ই জুলাই।

সরকারি ব্যবস্থাপনার ৭ হাজার যাত্রীর প্রস্তুতি শেষ হলেও, বেসরকারি পর্যায়ের বাড়ি ভাড়ার কাজ শেষ করেনি ২২৪টি এজেন্সি। হজ অফিসে ভিসার জন্য পাসপোর্ট জমা দেয়নি ৫২৮ এজেন্সির কেউই। তারপরও গত বছরের মতো ভোগান্তি এবার হবে না বলে দাবি করছে হজ অফিস ও হাব। এবার বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে ৬৩ হাজার ৫৯৯ জনই যাবেন বাংলাদেশ বিমানে। হাতে ১৫ দিন সময় থাকলেও টিকিট বুকিং হয়েছে ৩৪ হাজার। ঝামেলা এড়াতে বুকিংয়ের সময়ই নেয়া হচ্ছে টিকিটের পুরো টাকা। তাই এজেন্সিগুলো সময় মতো কাজ শেষ করতে না পারলেও এবার আর বাতিল হচ্ছে ফ্লাইট থাকছে না অতিরিক্ত স্লটও।

সে কারণেই ফ্লাইট শুরুর আগেই ভিসার কাজ শেষ করতে এজেন্সিগুলোকে এখনই যাত্রীদের তাগিদ দেয়ার নির্দেশনা দিচ্ছে হজ অফিস।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে