আজ পবিত্র শবে কদর। মুসলমানদের জন্য অত্যন্ত মহিমান্বিত এক রাত। এই রাতেই পবিত্র কোরআন শরীফ নাজিল হয়।

ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং ইবাদত-বন্দেগির মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা এই রাত অতিবাহিত করবেন। পবিত্র শবে কদর উপলক্ষ্যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বাদ জোহর ওয়াজ এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। রাতে তারাবিহ নামাজের পর পবিত্র লাইলাতুল কদরের ফজিলত ও করণীয় শিরোনামে ওয়াজ, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র শবে কদর উপলক্ষ্যে বাণী দিয়েছেন।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে