গত ২রা এপ্রিল ২০১৬ ভারতের বিহার প্রদেশের পাটনা শহরে অনুষ্ঠিত আমন সম্মেলনে কাবার আল হারাম মসজিদের ইমাম শেখ সালেহ্ বিন মোহাম্মদ বিন ইব্রাহিম আল তালিব বলেন, “ইসলামের লক্ষ্য হলো বিশ্বব্যাপী শান্তি ও সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি করা।” তিনি আরও বলেন, “ইসলাম কখনো নিরীহ মানুষের হত্যার কথা বলেনা। পশ্চিমের অন্য ধর্মের কিছু লোক এ সন্ত্রাসের সৃষ্টি কর্তা এবং মুসলিমরাই হলো সন্ত্রাসবাদের সবচেয়ে বড় ভুক্তভোগী।” ইসলাম সন্ত্রাসবাদ সমর্থন করে না: কাবার আল হারাম মসজিদের ইমাম কাবার আল হারাম মসজিদের ইমাম শেখ সালেহ্ বিন মোহম্মদ বিন ইব্রাহিম আল তালিব বলেন, “ইসলাম ও জঙ্গীবাদের কোন যোগাযোগ নেই। এটা পশ্চিমী দেশের একটা ষড়যন্ত্র।” তিনি ভারতের পাটনায় গত ২রা এপ্রিল, ২০১৬ তারিখে অনুষ্ঠিত একটি আমন সম্মেলনে একথা বলেন। তিনি আরো বলেন যে, “ইসলামের লক্ষ্য হলো বিশ্বের রাজিৈনতক ও ধর্মীয় হানাহানি বন্ধ করে শান্তি ও সম্প্রীতির মেলবন্ধন তৈরি করা। বর্তমান বিশ্বে মুসলমানরাই জঙ্গীবাদের সবচেয়ে বড় শিকার।”

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে