বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ কুষ্টিয়া জেলা শাখার উদ্দাগে ইফতার ও দোয়া মাহফিল শনিবার শহরের পুনাক ফুড পার্কে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের কেন্দ্রীয় সভাপতি এ্যাড. এম এ বারী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুস্তাক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার নূরানী ফেরদৌসি দিশা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা. আমিনুল হক রতন, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য ডা. আসমাজাহান লিজা, বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আবদুর রশীদ চৌধুরী, সাধারণ সম্পাকদ নিতাই কুমার কুন্ডু, সহ-সভাপতি এ্যাড. শংকর মজুমদার, যুদ্ধাহত মুক্তিযুদ্ধা নাসির উদ্দিন মৃধা, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল, নজরুল একাডেমির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন নজু, কবি ও লেখক হাসান টুটুল, ইবির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল, বিশিষ্ট শিল্পী মীর জাহিদ, কবি ও উপস্থাপক কনক চৌধুরী, জেলা পরিষদ সদস্য এ্যাড. আবু সাঈদ, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড. শিলা বসুসহ বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের অন্যান্যসদস্য ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
ইফতারের পূর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দ্রিরা গান্ধীসহ স্বাধীনতাযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
প্রিতম মজুমদার
কুষ্টিয়া, বিডি টাইমস নিউজ














