কুষ্টিয়া পৌরসভার মজিবর রহমান মিলনায়তনে জেলা আওয়ামী লীগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা জনাব মাহাবুব-উল-আলম হানিফ এমপি। স্বাগত বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব আজগর আলী। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দীন খান।
প্রধান অতিথি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনন্য উচ্চতায় পেীছেছে। তলা বিহীন ঝুড়ি থেকে আমার এখন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি। তিনি আরও বলেন আমরা এখন মাদকের বিরুদ্ধে যুদ্ধ করছি। আমাদের এমন কোন বক্তব্য দেওয়া উচিত নয় যা মাদক ব্যবসায়ীদের উৎসাহিত করে। তিনি মাদক প্রতিরোধে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি সামাজিক আন্দোলনের উপর গুরুত্বারোপ করেন।
আরো উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভিসি ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, জেলা প্রশাসক মো.জহির রায়হান, পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এস এম মুসতানজিদ, সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী মনজুর কাদির, জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ১৪ দলীয় জোটের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, আইনজীবীবৃন্দ, সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী সহ আওয়ামী লীগের সকলস্তরের নেতাকর্মী।
ইফতারের আগে দেশ ও জাতির অব্যাহত শান্তি ও কল্যাণ কামনায় মোনাজাত পরিচালিত হয়।
প্রিতম মজুমদার
কুষ্টিয়া, বিডি টাইমস্ নিউজ














