বাংলাদেশে জাপান সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োয়ামা কিমিনোরি। বৃহস্পতিবার (১ জুন) দুপুরে আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকের পর এ প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি।

রাজধানীর নির্বাচন কমিশন ভবনের এ বৈঠকে নির্বাচন নিয়ে কমিশনের পরিকল্পনার বিষয়েও কথা হয়েছে বলে জানান জাপানি রাষ্ট্রদূত। পরে ইসি সচিব মোহম্মদ জাহাংগীর আলম জানান, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশন কি কি পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছে জাপান। এ’সময় তাকে রোডম্যাপের অগ্রগতি নিয়েও জানানো হয়েছে। পাশাপাশি নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী হলে নির্বাচন কমিশন স্বাগত জানাবে বলেও জানান ইসি সচিব।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে