বাংলাদেশের কক্সবাজার ক্যাম্প পরিদর্শনে গিয়ে ‘চরম ভয়াবহ’ পরিস্থিতি দেখে সংকট সমাধানে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের চরম দারিদ্র্য ও মানবাধিকার বিষয়ক বিশেষ দূত অলিভার ডি শাটার। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীরা ‘নতুন ফিলিস্তিনি’ হওয়ার ঝুঁকিতে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। অলিভার ডি শাটার বলেন, কক্সবাজারের জনবহুল রোহিঙ্গা শিবিরে বসবাসরত প্রায় ১০ লাখ মানুষকে তাদের আশ্রয় দেওয়া বাংলাদেশে কাজ করার অধিকার দিতে হবে। সম্প্রতি কক্সবাজার সফরের পর গার্ডিয়ানের সঙ্গে কথা বলার সময় ডি শাটার বলেন, পরিস্থিতি একেবারে ভয়ঙ্কর।

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা নতুন ফিলিস্তিনি হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের বিশেষ দূত অলিভিয়ার দ্য শুটার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে গতকাল মঙ্গলবার তিনি এ সতর্কতার কথা বলেন। অলিভিয়ার বলেন, বাংলাদেশের কক্সবাজারের ক্যাম্পে আশ্রয় নেওয়া ১০’লাখের বেশি রোহিঙ্গার জন্য বিদেশি ত্রাণ কমে আসছে। আর সেখানে কাজের অনুমতি না থাকায় রোহিঙ্গারা অলস সময় কাটাচ্ছে। এ কারণে তারা নানা অপরাধে জড়িয়ে পড়ছে।

রোহিঙ্গারা এক প্রকার অবরুদ্ধ অবস্থায় আছে বলে জানান জাতিসংঘের এই বিশেষ দূত। এ ছাড়া ক্যাম্পের পরিবেশও শোচনীয় বলে জানান অলিভিয়ার। তবে জাতিসংঘের বিশেষ দূত বলেন, নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমারকেই সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। কিন্তু তা শিগগিরই হচ্ছে না বলে তিনি মনে করেন।

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন অলিভিয়ার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে