কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কুষ্টিয়া পৌরসভার মজিবর রহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মধ্যমনি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, কুষ্টিয়ার উন্নয়নের রুপকার জননেতা মাহাবুব-উল-আলম হানিফ এমপি। আয়োজনের সমস্ত বিষয় দেখভাল করেন কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার এস এম মেহেদী হাসান।

অারো উপস্থিত ছিলেন কুষ্টিয়ার উপকন্ঠে অবস্থিত সর্বোচ্চ বিদ্যাপিঠ ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভিসি ও বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, কুষ্টিয়া -০১ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব রেজাউল হক চেীধুরী, জেলা প্রশাসক মো. জহির রায়হান, কুষ্টিয়া-০১ ও ০৪ আসনের সাবেক সাংসদ জনাব আফাজ উদ্দীন আহমেদ ও বেগম সুলতানা তরুণ, কুষ্টিয়ার পেীর মেয়র ও প্রবীণ রাজনীতিবিদ জনাব আনোয়ার আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দীন, সাধারণ সম্পাদক আজগর আলী সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মেডিকেল কলেজের অধ্যক্ষ ও বিএমএর নেতৃবৃন্দ, জেলা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন অফিসারবৃন্দ,বিশিষ্ট আইনজীবীগণ, বিভিন্ন পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষক, কলামিস্ট সহ সমাজের বিভিন্ন পেশার বোদ্ধামানুষগণ।
অনুষ্ঠানে দেশ ও জাতির অব্যাহত শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।ইফতার ও দোয়া মাহফিলটি সমাজের সকল মানুষের মিলন মেলায় পরিণত হয়।
প্রিতম মজুমদার
কুষ্টিয়া, বিডি টাইমস্ নিউজ














