তিন দিন ব্যাপী কু্ষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মদিন অনুষ্ঠান রবীন্দ্র সংঙ্গীতের মধ্য দিয়ে সুষ্ঠ ভাবে শেষ হয়েছে। তিন দিনের অনুষ্ঠানে দর্শকদের উপচে পড়া ভিড় ছিলো। দুর দুরান্ত থেকে রবিন্দ্র সংঙ্গীত শিল্পী ও ভক্তরা এসেছিলো। অনুষ্ঠানে সার্বিক ভাবে সহযোগীতা করে সংস্কৃতি মন্ত্রনালয়, আয়োজন করেন কু্ষ্টিয়া জেলা প্রশাসক। জেলা প্রশাসক মো. জহির রায়হান তিন দিন অক্লান্ত পরিশ্রম করে, সেই সাথে সহযোগী ছিলেন অন্যান্য কর্মকর্তা। চারিদিকে যেমন ছিলো সাধারন জনতা তেমনি ছিলো পুলিশের নিরাপত্তা।


শেষ দিনের অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ। খোকসার বিশিষ্ট রবিন্দ্র গবেষক রবিন্দ্রনাথ বিশ্বাস, শিলাইদহ রবিন্দ্র সংসদ পরিচালক এস এম আফজাল হোসেন। অনুষ্ঠানে উপস্থাপনা করেন কনক চৌধুরী, নজরুল ইসলাম ও তনিমা আলম। আলোচকরা বলেন, ২৫শে বৈশাখ, বাংলা সাহিত্যের অনন্য প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। ১৫৭ বছর আগে ১২৬৮ বঙ্গাব্দের (৭ মে, ১৮৬১ খ্রিষ্টাব্দ) কলকাতায় জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে ক্ষণজন্মা এই মানুষটির জন্ম হয়। তাঁর লেখনীতে বাংলা সাহিত্যের সব কটি ধারা পরিপুষ্ট হয়েছে। তিনি বাংলা ভাষা ও সংস্কৃতিকে বিশ্ব সভায় নিয়ে গেছেন। রবি ঠাকুর বাঙালীকে মুক্তর পথ দেখিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের হাতেই মূলত সার্থক বাংলা ছোটগল্পের সূত্রপাত। রবি ঠাকুরের জীবনে শিলাইদহ বিশেষ  গুরুত্ববহন করে। এই জায়গাটি তার কবি প্রতিভার উন্মেষ ঘটিয়েছে।

রবীন্দ্রনাথ একাধারে কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক, নাট্যকার, সংগীত রচয়িতা, সুরস্রষ্টা, গায়ক ও চিত্রশিল্পী। সৃষ্টিশীলতার সমান্তরালে তিনি ধর্ম, দর্শন, রাজনীতি ও সমাজভাবনা সমানভাবেই চালিয়ে গেছেন। বিশ্বভারতী তাঁর বিপুল কর্মকাণ্ডের একটি প্রধান কীর্তি। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ১৯১৩ সালে রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার পান। সাহিত্যে নোবেল বিজয়ী তিনিই প্রথম এশীয় ও একমাত্র বাঙালি লেখক। রবীন্দ্রসাহিত্য, বিশেষত রবীন্দ্রসংগীত বাঙালির কাছে আলোকবর্তিকা হয়ে দেখা দিয়েছিল মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর তাঁর গানই বাংলাদেশের জাতীয় সংগীতের মর্যাদায় অভিষিক্ত হয়েছে।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ও বাঙালির অহংকার। অসাধারণ সব সাহিত্যকর্ম দিয়ে তিনি বিস্তৃত করেছেন বাংলা সাহিত্যের পরিসর।

প্রিতম মজুমদার
কুষ্টিয়া, বিডি টাইমস্ নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে