মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গাদের ফেরত পাঠানো অসম্ভব, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের পুরোদমে প্রত্যাবাসন করা সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
রাজধানীর গুলশানের একটি হোটেলেসেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) এবং ফ্রেডরিক-অ্যাবার্ট-স্টিফটুং (এফইএস) আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ আয়োজনে তিনি এই কথা বলেন। রোহিঙ্গাদের সুরক্ষা ও মানবিক সহায়তা দান এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে জাপানের সহায়তার কথাও এ সময় উল্লেখ করেন তিনি। এ’বিষয়ে জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, কক্সবাজার ও ভাসানচর ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের জন্য গুরুত্বপূর্ণ এবং জীবন পরিচালনামূলক সেবাগুলোর সুযোগ অব্যাহত রাখতে জাপান সরকার কাজ করছে। জাপান তাদের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে এবং আইনি ও সম্প্রদায়-ভিত্তিক সুরক্ষা দান, স্বাস্থ্য, স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন, পুষ্টি সহায়তা এবং ত্রাণের মতো মূল গুরুত্বপূর্ণ পরিষেবাগুলোর ওপর দৃষ্টি দেবে। এ’সময় তিনি বলেন, চলতি মাসের নভেম্বর প্রধানমন্ত্রীর জাপান সফরে বাংলাদেশ জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে। বলেন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর বাংলাদেশের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। উন্নয়ন, অবকাঠামো নির্মানসহ অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশ্বস্ত বন্ধু হিসেবে জাপান সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।














