চারপাশের নদীগুলো দখলমুক্ত করে ঢাকাকে বাসযোগ্য নগরী গড়ে তুলতে ঋণ দেবে বিশ্বব্যাংক। দুপুরে সচিবালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী জানান, বিউটিফুল ঢাকা নামে একটি প্রকল্পে ঋণ দিতে রাজী হয়েছে বিশ্বব্যাংক। এ বিষয়ে পরীক্ষা নিরীক্ষা শেষ হয়েছে। কয়েকটি ভাগে এই প্রকল্প বাস্তবায়ন হবে। এই প্রকল্পের আওতায় ঢাকার চারপাশের নদীগুলো দখলমুক্ত করা হবে। এসময়, কোভিড এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব থেকে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে আইডিএ তহবিল থেকে বর্ধিত সহায়তা চান অর্থমন্ত্রী। বৈঠকে বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর আবদুলাই শেককে পরিচয় করিয়ে দেওয়া হয়।

অর্থমন্ত্রী বলেন, “আমরা বিশ্ব ব্যাংকের কাছ থেকে ২০১৯ থেকে এপ্রিল ২০২২ সময়ে এক বিলিয়ন (১০০ কোটি) ডলার বাজেট সাপোর্ট পেয়েছি। চলতি অর্থবছরে আরও ৫০০ মিলিয়ন (৫০ কোটি) ডলার বাজেট সাপোর্ট পাওয়া যাবে বলে আশা করছি। তিন দিনের সফরে ঢাকায় আসা বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস-প্রেসিডেন্ট মার্টিন রেইজার বাংলাদেশে বিশ্ব ব্যাংকের নবনিযুক্ত আবাসিক প্রতিনিধি আবদুল্লাই শেখকে সঙ্গে নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তাদের এই দ্বিপক্ষীয় সভায় অর্থ সচিব ফাতিমা ইয়াসমিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খানও উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে