বাংলাদেশ সীমান্তে গোলাবর্ষণসহ মিয়ানমারের সাম্প্রতিক আচরণ সম্পর্কে জানাতে আসিয়ানভুক্ত ৭ দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম, ব্রুনাই্, কম্বোডিয়া, ফিলিপিন্স ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতরা অংশ নেন।
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব অবসরপ্রাপ্ত রিয়ার এডমিরাল খুরশিদ আলম তাদের কাছে বান্দরবানের তমব্রু সীমান্তের পরিস্থিতি তুলে ধরেন। দুপুর দেড়টা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে চলে এই বৈঠক। এর আগে রোববার মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে সীমান্তে গোলাবর্ষণের ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছিল ঢাকা।
এদিকে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উত্তেজনার মধ্যে বান্দরবানের সীমান্তবর্তী তমব্রু এলাকার প্রায় ৩০০ পরিবারকে নিরাপদ স্থানে সরানোর উদ্যোগ নেয়া হয়েছে। তবে তাদের কোথায় রাখা হবে এ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। পাশাপাশি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার তমব্রু সীমান্ত পরিদর্শনের সময় এসব কথা জানান বান্দরবানের জেলা প্রশাসক।















