জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্যবসায়ী মহসীন সরকারের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ উপলক্ষে উপজেলার সড়ক বাজার এলাকায় উক্ত  মানববন্ধন অনুষ্ঠিত হয়।  মানববন্ধনে ব্যবসায়ী খুনের মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করা হয়।

উল্লেখ্য যে,গত ২ মে সোমবার রাত পৌনে সাতটার দিকে মোঃ মহসীন সরকার (৩৫) নামে এক ব্যবসায়ী খুন হন। মোঃ মহসীন উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। মোঃ মহসিন বিডি ফুডসসহ একাধিক কোম্পানির ডিস্ট্রিবিউটর ছিলেন। পৌর এলাকার রাধানগরে রাজীব কটেজে তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান ছিলো। এর পাশেই তিনি নতুন বাড়ি করছিলেন। মানববন্ধনে মহসীন সরকারের বাবা শহিদুল ইসলাম বলেন, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। অথচ এখন বলা হচ্ছে আত্মরক্ষার্থে আরিফ এ হত্যাকান্ড ঘটায়। আরিফ নিজেকে বাঁচাতে এ ধরণের কথা বলছে। এ ঘটনায় পুলিশ আরিফ ও তার বাবা আউয়াল মিয়াকে গ্রেপ্তার করলেও অন্যরা এখনও ধরা ছোঁয়ার বাইরে। এ অবস্থায় আমাদের পরিবার শঙ্কায় আছে।’

পরিবারের লোকজন জানান, সম্প্রতি মহসীনের বাবাকে অপদস্থ করেন একই এলাকার আউয়াল মিয়ার ছেলে মো. আরিফ। বিষয়টি সামাজিকভাবে মীমাংসা হয়। এরই জের ধরে তাকে হত্যা করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন  আব্দুল জলিল, মাহতাব মিয়া, মো. শাখাওয়াত,  মো. সারোয়ার।  বক্তারা বলেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। আমরা এ হত্যাকান্ডের বিচার চাই।’

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে