তিনি বলেন ৬৬ লক্ষ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ ও মহামারী করোনা মোকাবেলা সহ তৃনমূলে যে কোন প্রয়োজনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রসংশার দাবি রাখে। তাই আমি মনে করি সারাদেশের প্রত্যেক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যকে মাসিক ভাতা দেওয়া প্রয়োজন। এতে বাহিনীর সদস্যরা উজ্জিবিত হয়ে দেশের কল্যাণে ভূমিকা রাখবে। সমাবেশে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জি, এম, রাশেদুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্যে দেন জেলা কমাড্যান্ট মোহাম্মদ মোস্তাক আহমদ, উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান,ওসি মোঃ কামরুল ইসলাম মোল্লা, ব্যাংক ম্যানেজার আবু আব্দুল্লা শাহীন শাহ, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ঠাকুর, আনসার ভিডিপি অফিসার মোঃ মনিরুজ্জামান প্রমুখ। সমাবেশে সদস্যদের কে বাই সাইকেল, ছাতা, বিতরন করা হয়। সভা পরিচালনা করেন টিএ আব্দুল্লাহ আল মামুন।
ইটনা (কিশোরগঞ্জ)নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ