নদীও তো মায়েরই মতন। জীবনদাত্রী মা। এই নদীর কূলে কত সভ্যতার জন্ম হয়েছে, এই নদীইতো মানুষের জীবনগল্পের সাক্ষী। মানব জীবন আর নদী তাই হয়ে ওঠে সমার্থক। গড়াই নদীও তাই। হাজার বছরের ইতিহাস ঐতিহ্যে গড়াই নদী বহমান, এ অঞ্চলের ইতিহাসের ধারক-বাহক সে। উনিশশ একাত্তরে এ নদী যেমন মানুষের জীবন বাঁচিয়েছে, তেমনি মায়ের আঁচল পেতে তার সন্তানের রক্তও ধারণ করেছে, তাইতো এ নদী একাত্তরে হয়ে ওঠে রক্তলাল।
গণহত্যার পরিবেশ থিয়েটার “রক্তনদী গড়াই”
রচনা ও নির্মাণ : শামীম সাগর
৩১ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায়
রেনউইক বাঁধ, কুষ্টিয়া
আপনারা সবাই আমন্ত্রিত ।
বিনোদন ডেস্ক।। বিডি টাইমস নিউজ