আগামী শুক্রবার ২৪ই নভেম্বর, ২০১৭ বাংলাদেশ ফ্রিল্যান্স ফটোগ্রাফার এ্যাসোসিয়েশনের আয়োজনে সকাল ১১.৩০টা থেকে রাত ৮ টা পর্যন্ত ধানমন্ডী ২৬ এ অবস্থিত দৃক গ্যালারীতে বি এফ পি এ ইন্টারন্যাশনাল ফটো কনটেস্ট এন্ড এক্সিবিশন ২০১৭এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অত্র ফটো কনটেস্ট এন্ড এক্সিবিশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত থাকবেন আবুল মাল আব্দুল মুহিত – মাননীয় অর্থমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  অধ্যাপক আব্দুল মান্নান – চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলাদেশ। মোঃ সাবিরুল ইসলাম – ডেপুটি কমিশনার, সুনামগঞ্জ । সুমন আসলামুল ইসলাম – সেন্ট্রি ডিরেক্টর বাংলাদেশ। এখলাসুল হক – ম্যানেজিং ডিরেক্টর, চিক্স অ্যান্ড ফিডস লিমিটেড। কাজী শামিম হাসান – সেলস ডেভেলপমেন্ট ম্যানেজার, এইচ পি ডিজাইন জেট বাংলাদেশ। মুহাইমিনুল ইশহাক – ডেপুটি ম্যানেজার,মার্কেটিং ; র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ শামসুল হক সুজা, প্রেসিডেন্ট -বাংলাদেশ ফ্রিল্যান্স ফটোগ্রাফার এ্যাসোসিয়েশন।

বি এফ পি এ আয়োজিত ফটো কনটেস্ট এন্ড এক্সিবিশন-এর আলোকচিত্র প্রদর্শনীতে ১০ টি  দেশের  ১০৫জন আলোকচিত্রীর ১২৫টি ছবি প্রদর্শীত হচ্ছে। এখানে উল্লেখ্য যে ১৮টি দেশের আলোকচিত্রীর প্রায় ৫৫০০টি ছবি থেকে এই ১২৫টি ছবি বাংলাদেশের সম্মানিত আলোকচিত্রী ও বিচারক হাসান সাইফুদ্দিন চন্দন, আবির আব্দুল্লা, ইব্রাহিম এম ইকবাল, কে এম আসাদ ও শামছুল হক সুজা যাচাই বাচাই-এর পর প্রদর্শীনর জন্য নিবাচিত করেন।

এই আলোকচিত্র প্রদর্শনী আয়োজনের কো-স্পন্সর হিসেবে থাকছে  চিক্স অ্যান্ড ফিডস লিমিটেড, এইচ পি ডিজাইন জেট বাংলাদেশ,এস এস ক্যামেরা অ্যান্ড ফটোগ্রাফি,নাম প্রিন্টার্স,জনতা ব্যাংক,জেএম আই মেডিক্যাল ডিভাইস লিমিটেড,ফিনা ডিজিটাল ওয়াটার,ডিজিটাল শপ।

এছাড়াও মিডিয়া পার্টনার হিসেবে থাকছে তারা টিভি,অনলাইন মিডিয়া পার্টনার-বিডি টাইমস নিউজ, রাইজিং বিডি, ভ্রমন এবং রেডিও পার্টনার হিসেবে থাকবে রেডিও ক্যাপিটাল এফএম।
এই আলোকচিত্র প্রদর্শনীর সার্বিক আয়জনে থাকছে বাংলাদেশ ফ্রিল্যান্স ফটোগ্রাফার এ্যাসোসিয়েশন(বি এফ পি এ)।
উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতিএকান্তভাবে কাম্য।

ধন্যবাদান্তে
শামছুল হক সুজা

প্রেসিডেন্ট
বাংলাদেশ ফ্রিল্যান্স ফটোগ্রাফার এ্যাসোসিয়েশন

বিনোদন ডেস্ক, বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে