গির্জার তহবিল চুরির অভিযোগে তদন্ত চলার মধ্যেই পদত্যাগ করলেন পোপের উপদেষ্টা এবং ভ্যাটিকানের কার্ডিনাল গিওভান্নি অ্যাঙ্গেলো বেকিউ।
বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা করেন তিনি। ভ্যাটিকান মন্ত্রীসভার দ্বিতীয় সর্বোচ্চ পদে ছিলেন কার্ডিনাল বেকিউ। পোপ ফ্রান্সিসের ঘনিষ্ট হিসেবে পরিচিত এই ধর্মীয় নেতা গির্জার সম্পদ ক্রয় কমিটির সাথে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে চার্চের অর্থ বিনিয়োগ করে লন্ডনে বিলাসবহুল ভবন ক্রয়ের অভিযোগ ওঠে। এ নিয়ে শুরু হয় তদন্ত। তারমধ্যেই পদত্যাগ করলেন কার্ডিনাল বেকিউ।
অভিযোগে বলা হয়, সম্পত্তি ক্রয় প্রক্রিয়ার সাথে অফশোর প্রতিষ্ঠানের সংশ্লিষ্ঠতা পাওয়া যায়। ক্রয় কমিটির সাথে সংশ্লিষ্ঠ ৫ সদস্যকে বরখাস্তও করা হয় গেল বছর। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ